ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

দেশে ২৭ লাখ বেকার রয়েছে: পরিকল্পনামন্ত্রী 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২১, ১১ জুন ২০১৮

Ekushey Television Ltd.

দেশের মোট জনসংখ্যার মধ্যে কর্মে নিয়োজিত রয়েছে ছয় কোটি ৮০ লাখ মানুষ। আর বেকার রয়েছে ২৭ লাখ। তবে অর্থনৈতিক কাজে যুক্ত নন এমন মানুষের সংখ্যা রয়েছে চার কোটি ৫৮ লাখ বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।  

সোমবার (১১ জুন) জাতীয় সংসদে নওগাঁ-৬ আসনের এমপি ইসরাফিল আলমের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, দেশে ১৫ বছরের নিচের জনসংখ্যা মোট জনসংখ্যার ৩০.৮ শতাংশ, ১৫-৬৪ বছরের মানুষ আছেন ৬৪.৬ শতাংশ এবং ৬৫ বছরের উপরের আছেন ৪.৬ শতাংশ।

তিনি বলেন, দেশে প্রতিবন্ধী মানুষের সংখ্যা দশমিক ৯০ শতাংশ। তবে পরিসংখ্যান ব্যুরো কর্মে অক্ষম জনসংখ্যা নির্ণয় না করলেও লেবার ফোর্স সার্ভে ২০১০-১৭ অনুযায়ী কর্মে নিয়োজিত লোকের সংখ্যা ছয় কোটি ৮০ লাখ। এসব লোক কোনো আয় করে না।

এসি  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি